![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/P-Chidambaram-214x300.jpg)
এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সিবিআই এবং ইডি যাতে গ্রেফতার করতে না পারে, সেজন্য অন্তর্বর্তকালীন সুরক্ষার আবেদন করেছিলেন পি চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদম্বরম| এই মামলার শুনানির সময় সোমবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেন পি চিদম্বরম| মামলার শুনানি শেষে আদালতের তরফে জানানো হয়, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ নভেম্বর| এযাবত্ গ্রেফতার করা যাবে না পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি চিদম্বরমকে|