শ্রীনগর, ৭ অক্টোবর (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রবিবার সকালের অনুভূত হয় ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এদিনের ভূমকম্প ছিল খুবই ক্ষণস্থায়ী এবং তীব্রতা অনেক কম হওয়ায় এখনও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।
সন্ত্রাস কবলিত জম্মু ও কাশ্মীরে গুলি বোমার শব্দ প্রায় নিত্য দিনের ঘটনা । তবে রবিবার উপত্যকাবাসীর ঘুম ভাঙল ভুমিকম্পে । এদিন সকালের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। এদিন সকাল ৮টা ৯ মিনিট নাগাদ মৃদু কম্পন টের পান উপত্যকাবাসী। পরে জানা যায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এত কম মাত্রার কম্পনে সাধারণত কোনও অঘটনের সম্ভাবনা থাকে না। তাছাড়া এদিনের ভূমকম্প ছিল খুবই ক্ষণস্থায়ী এবং এর তীব্রতা অনেক কম হওয়ায় এখনও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।
