ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রঞ্জন গগৈ

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন রঞ্জন গগৈ। বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ করলেন রঞ্জন গগৈ।দীপক মিশ্রের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এ দিন শপথপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, এইচডি দেবেগৌড়া-সহ আরও অনেকে। প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। ২ অক্টোবর প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের শেষ কাজের দিন ছিল। তবে ওই দিন জাতীয় ছুটির দিন হওয়ায়, ১ অক্টোবর অবসর নিয়েছেন বিচারপতি দীপক মিশ্র। ২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদে দায়িত্ব নেন রঞ্জন গগৈ। এই পদে তাঁর মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ১৭ নভেম্বর।উল্লেখ্য, ২০০১ সালের ২৮ অক্টোবর গুয়াহাটি হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন গগৈ। ১০ বছর পর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হন তিনি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ওই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে উন্নীত হন তিনি। এর দু’মাস পরে শীর্ষ আদালতের বিচারপতি হন। রঞ্জন গগৈ প্রধান বিচারপতি হওয়ায় ইতিহাসের পাতায় ঢুকে পড়ল উত্তরপূর্ব ভারতও। এই প্রথম প্রধান বিচারপতি হলেন দেশের এই অঞ্চলের কোনো ব্যক্তি। তেরো মাস এই পদে থাকবেন তিনি। সামনের বছর নভেম্বরে অবসর নেওয়ার কথা তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *