
‘আন্ধেরি’তে চলছে ‘কলঙ্ক’-এর শ্যুটিং। একটি ভ্রমনের সিকোয়েন্স শ্যুট করার সময় পা’য়ে চোট পান আলিয়া।প্রাথমিক চিকিৎসার পর আপাতত ঠিক আছেন অভিনেত্রী।
করণ জোহার প্রযোজিত আপকামিং ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে অনস্ক্রিন এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর এবং আলিয়া। ছবিতে এই দুজন ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। এছাড়াও রয়েছে বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, সোনাক্ষী সিনহা ।ছবিটি মুক্তি পাবে ২০১৯-এ। ১৯৪০ সালের প্রেক্ষাপটে তৈরি এপিক ড্রামা ‘কলঙ্ক’। ছবির পোস্টারের রিলিজের সঙ্গেই প্রযোজক করন জানিয়ে দিয়েছেন, “আমার জন্য ‘কলঙ্ক’ একটি ইমোশনাল জার্নি। ১৫ বছর আগে এই ছবির ভাবনা আমার মাথায় আসে। আমার বাবার তত্ত্বাবধানে এই ছবির প্রি-প্রোডাকশন শুরু হয়েছিল। সেই ছবির দায়িত্ব অভিষেকের মতো একজন বিচক্ষণ পরিচালকের হাতে তুলে দিতে পেরে আমি খুশি। শিবানী ভাতিজার লেখা অসাধারণ গল্প নিয়ে দারুণ চিত্রনাট্য লিখেছে অভিষেক।”