BRAKING NEWS

সাত সকালে আগুন-আতঙ্ক লখনউয়ে, হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু চারজনের

লখনউ, ১৯ জুন (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে| মঙ্গলবার সকাল ছ’টা নাগাদ লখনউয়ের চারবাগ-এ, দুধ মান্ডি এলাকায় অবস্থিত পৃথক দু’টি হোটেলে বিধ্বংসী আগুন লাগে| সর্বপ্রথম আগুন লাগে এসএসজে ইন্টারন্যাশনাল নামক একটি হোটেলে| মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরও একটি হোটেলে| অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চারজনের, এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন| তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| সৌভাগ্যবশত উদ্ধার করা সম্ভব হয়েছে হোটেল কর্মী সহ কমপক্ষে ৫৫ জনকে|
পুলিশ সুপার (লখনউ পশ্চিম) বিকাশ চন্দ ত্রিপাঠি জানিয়েছেন, ঘড়ির কাঁটায় সকাল তখন ছ’টা হবে, লখনউয়ের চারবাগ-এ (লখনউ জংশন রেল স্টেশনের সন্নিকটে), দুধ মান্ডি এলাকায় অবস্থিত এসএসজে ইন্টারন্যাশনাল নামক একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরও একটি হোটেলে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন| আগুন নেভানোর পাশাপাশি দমকল কর্মীদের তত্পরতায় শুরু হয় উদ্ধারকাজ| সৌভাগ্যবশত উদ্ধার করা সম্ভব হয়েছে হোটেল কর্মী সহ কমপক্ষে ৫৫ জনকে| তবে, অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চারজনের, এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন| তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১৫টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| আইজি (লখনউ) এস পাণ্ডে জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে এবং হোটেল কর্মী সহ অন্তত ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে| কি ভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে| তদন্তে যদি গাফিলতি প্রমাণিত হয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’
বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারজনের প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী| পাশাপাশি আহতদের চিকিত্সার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *