মুম্বই, ১০ জুন (হি.স.) : রবিবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ফুটবল এরিনায় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নামছেন সুনীল ছেত্রীরা৷ ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ কেনিয়া৷ গ্রুপ ম্যাচে কেনিয়াকে ৩-০ হারিয়েছিল ভারত৷ এই ম্যাচ ছিল ভারত অধিনায়ক ছেত্রীর দেশের জার্সিতে শততম ম্যাচ৷ সেঞ্চুরি ম্যাচে গোলে করে তা স্মরণীয় করে রাখেন ভারতের অধিনায়ক৷ টুর্নামেন্টে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ভারতীয় খেলোয়াড়রা৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ ম্যাচ হারে ভারত৷ সমর্থকদের ফের মাঠে আসার আহ্বান জানিয়েছেন ভারতীয় ফুটবল অধিনায়ক৷ মাঠে হাজির থাকতে চেয়ে ছেত্রীর কাছে টিকিট চেয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ আয়োজকদের দাবি, অাজকের ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷
ইন্টারকন্টিনেন্টাল কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল৷ গ্রুপ লিগের তিনটি ম্যাচেই গোল পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক৷ হ্যাটট্রিক করেছেন চিনা তাইপেরে বিরুদ্ধেও৷ আগামী বছর জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে ভারত৷ স্বাভাবিকভাবে ফাইনালে উঠতে পেয়ে আত্মবিশ্বাস বেড়েছেন স্টিফেন কনস্ট্যানস্টাইনের ছেলেদের৷ ফাইনালে ভারতীয় সমর্থকদের চোখ থাকবে ক্যাপ্টেনের দিকেই৷ দেশের জার্সিতে ইতিমধ্যেই ৬২টি গোল করে ফেলেছেন ছেত্রী৷ শারীরিক দিক থেকে ভারতীয় খেলোয়াড়রা কেনিয়ার খেলোয়াড়ের থেকে দুর্বল হলেও গ্রুপে তাদের ৩ গোল দেওয়ায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ভারত৷