ফুটবল বিশ্বযুদ্ধে অংশ নিতে রাশিয়ায় পৌঁছাল রোনাল্ডোরা

মস্কো, ১০ জুন (হি.স.) : আর মাত্র তিন দিন পর শুরু হচ্ছে ফুটবল বিশ্বযুদ্ধে৷ রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি মস্কোর উদ্দেশ্যে একে একে পা রেখেছে৷ শনিবার রাশিয়ার মাটিতে পা রাখলেন সিআর সেভেন৷ পর্তুগাল দলের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে হাজির হয়েছেন সদ্য ইউরোপ সেরার খেতাব জয়ী রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডো৷
অাগামী ১৫ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে পর্তুগাল৷ তাদের বিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন৷ রোনাল্ডোদের মত স্পেনের টিমও রাশিয়া পৌঁছেছে৷ পর্তুগাল সপ্তমবারের জন্য ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চলেছে৷ অন্যদিকে চতুর্থবারের জন্য বিশ্বকাপ খেলতে নামছে সিআর সেভেন৷ সম্ভবত এই বিশ্বকাপই ৩৩ বছর বয়সী পর্তুগাল ফরোয়ার্ডের শেষ বিশ্বকাপ হতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *