কাবুল, ৩০ মে (হি.স.): সন্ত্রাসবাদ দমনে বড়সড় সাফল্য পেল আফগান নিরাপত্তা বাহিনী| আফগানিস্তানের রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ১০ জন ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড লেভান্ত (আইএসআইএল) সন্ত্রাসবাদী| বুধবার কাবুলে অবস্থিত আভ্যন্তরীণ মন্ত্রকের বিল্ডিংয়ে বাইরে পরপর দু’বার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা| এরপর আততায়ীরা বিল্ডিংয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই শুরু হয়| দীর্ঘ গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জন সন্ত্রাসবাদী| তবে, দুঃসংবাদ হল-গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে একজন পুলিশ কর্মীর, এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন|
আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিশ জানিয়েছেন, বিল্ডিংয়ের খুব কাছেই বিস্ফোরণ ঘটে সন্ত্রাসবাদীরা| বিস্ফোরণের পরই সন্ত্রাসবাদীরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সতর্ক থাকায় আততায়ীদের সেই চেষ্টা ভেস্তে গিয়েছে| দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জন সন্ত্রাসবাদী| হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড লেভান্ত (আইএসআইএল) জঙ্গি সংগঠন|