নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মে৷৷ নাবালিকা অপহরণ কান্ডকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সোনামুড়া৷ শনিবার সাধারণ গ্রামবাসী এবং হিন্দু জাগরণ মঞ্চ আগরতলা- সোনামুড়া পথ অবরোধ করেন৷ শুক্রবার রাত থেকে এলাকায় অস্থির পরিস্থিতি বিরাজ করছিল৷ অপহৃত নাবালিকাকে চবিবশ ঘন্টার মধ্যে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার না করা হলে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় বন্ধ ডাকা হবে বলে হুঁসিয়ারী দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ এবং আন্দোলনকারীরা৷
এদিকে, পথ অবরোধের ফলে আগরতলা- সোনামুড়া সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়৷ ফলে সাধারণ মানুষ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ আগরতলা থেকে সোনামুড়া কিংবা সোনামুড়া থেকে আগরতলার সরকারি কর্মচারীদের আসা যাওয়া সম্ভব হয়নি৷ শনিবার হাটবার থাকায় সর্বত্র ব্যাপক প্রভাব পড়েছে৷ যদিও এলাকায় প্রচুর সংখ্যায় সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ জানা গিয়েছে, অপহরণের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে সোনামুড়া থানা চত্বর৷ বিক্ষুদ্ধ লোকজন সোনামুড়া থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তুলেন৷ তাঁদের অভিযোগ নাবালিকা অপহরণ কান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা নিয়ে পুলিশ ঢিলেমি দেখাচ্ছে৷ এর পরিপ্রেক্ষিতে থানা ঘেরাও করা হয়৷ যদিও পরবর্তী সময়ে পুলিশ আধিকারীকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ কিন্তু শনিবার সকাল থেকে আবার উত্তপ্ত হয়ে উঠে সোনামুড়া৷ পথ অবরোধের ফলে সোনামুড়ায় এক অস্থির পরিস্থিতি বিরাজ করে৷
জানা গিয়েছে এক নাবালিকা অপহরণের ঘটনা ঘটে সোনামুড়ায়৷ নাবালিকাকে উদ্ধারের জন্য পরিবারের লোকজন সোনামুড়া থানায় গিয়েছিলেন শুক্রবার রাতে৷ পুলিশ জানিয়েছিল শুক্রবার রাতের মধ্যে নাবালিকাকে উদ্ধার করা হবে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হবে৷ কিন্তু, পুলিশ তা করতে পারেনি৷ তাই শনিবার সকালে কয়েকশত লোক এবং হিন্দু জাগরণ মঞ্চ থানা ঘেরাও করে এবং পথ অবরোধ আন্দোলন সংগঠিত করে৷ দুপুরের পর মহকুমা শাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়৷ আগামীকাল তথা রবিবার সকাল সাড়ে এগারটার মধ্যে যদি আসামীকে ধরা না হয় এবং নাবালিকাকে উদ্ধার না করা হয় তাহলে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকা বন্ধ ডাকা হবে৷ এই ঘটনার পর সন্ধ্যায় মুসলিম সম্প্রদায়ের কিছু লোক পুনরায় থানার সামনে বিক্ষোভ দেখান এবং মিছিল করেন৷ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনামুড়া থানা ও বাজার এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷