
সার্কেল অফিসার আরও জানিয়েছেন, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আটজনের| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন| আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আহতদের উদ্ধার করে রাজপুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| এদিকে, পথ দুর্ঘটনায় আটজনের মৃত্যুতে অত্যন্ত দুঃখপ্রকাশ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| উত্তর প্রদেশ সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে| এছাড়াও আহতদের পরিবারপিছু ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে| পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী|