নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে ৷৷ ত্রিপুরা বার এসোসিয়েশনে পদ্ম ফুটল৷ রবিবার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ সন্ধ্যার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়৷ ফলাফলে দেখা গিয়েছে ১৫টি আসনের মধ্যে বিজেপির দখলে গিয়েছে নয়টি আসন৷ অন্যদিকে সিপিএমের দখলে গিয়েছে ছয়টি আসন৷ সভাপতি ও সহ সভাপতির পদ বিজেপির দখলে গেলেও সম্পাদকের পদটি সিপিএমের দখলে গেল৷ তাছাড়াও সহকারী সম্পাদকের পদটিও সিপিএমের দখলেই গিয়েছে৷
রবিবার সকাল থেকে শুরু হয় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ১৫ সদস্য আসনের নির্বাচন৷ সন্ধ্যায় শুরু হয়েছে গণনা৷ সকাল ৮টা থেকে শুরু হওয়া ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া দুপুর ১টা পর্যন্ত চলে৷ এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে দুপুরের পর ভোট গণনা শুরু হয়৷ রাতের মধ্যেই ফলাফল পরিস্কার হয়ে যায়৷ এবারের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে লড়াইয়ে নেই কংগ্রেস৷ মূলত ঃ ত্রিমুখী লড়াইয়ে নির্দল হিসাবে আছেন জনা কয়েকজন৷ সরাসরি লড়াই করছে বামপন্থী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়ন এবং বিজেপির ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট৷ জানা গেছে, ৩৮২ জন মোট ভোটার৷ ভোট দিয়েছেন ৩৪৩ জন৷ সবমিলিয়ে প্রার্থী রয়েছেন ৩৯ জন৷ ভোট পড়েছে ৯৮ শতাংশ৷ মূলত বিজেপি আইনজীবী এবং সিপিআইএম আইনজীবীদের মধ্যে লড়াই হয়েছে৷
সন্ধ্যায় নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, বিজেপির ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পেয়েছে নয়টি আসন এবং বামপন্থী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়ন পেয়েছে ছয়টি আসন৷ ফলাফলে দেখা গিয়েছে, বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে দীপক কুমার বিশ্বাস পেয়েছেন ১৫৮টি ভোট, সহ সভাপতি পদে জীবন সেন পেয়েছে ১৬১টি ভোট, সহকারী সম্পাদক পদে আশীষ বর্ধন পেয়েছেন ১৫৬টি ভোট৷ এই প্যানেলের সদস্য হিসেবে জয়ী প্রার্থীরা হলেন, অমিত দেববর্মা ১৫৬ ভোট, অনিমেষ ভৌমিক ১৬১ ভোট, চৈতালী ভট্টাচার্যী ১৫৪ ভোট, দিপাক্ষী দেবনাথ ১৩৭ ভোট, প্রদীপ সূত্রধর ১৪০ ভোট এবং সত্যব্রত ঘোষ পেয়েছেন ১৪৮ ভোট৷
অন্যদিকে, বামপন্থীদের জয়ী প্রার্থীদের মধ্যে সম্পাদক পদে ভাস্কর দেববর্মা পেয়েছেন ১৩৬টি ভোট, সহকারী সম্পাদক পদে কৌশিক ইন্দু পেয়েছেন ১৩৭ ভোট৷ তাছাড়া এই প্যানেলে সদস্য পদে জয়ী প্রার্থীরা হলেন দিপ্তনু দেবনাথ ১৪৭ ভোট, গৌতম বনিক ১৩৭ ভোট, মিতালী নন্দি ১৫১ ভোট এবং সুকান্ত পাল পেয়েছেন ১৪০ ভোট৷
2018-05-14