নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ দুদিন টানা তল্লাসীর পর জুরি নদীর জলের স্রোতে ভেসে যাওয়া ব্যক্তির নিথর দেহ শনিবার পানিসাগরে মিলেছে৷ মৃতদেহ জল থেকে তুলে আনা হয়েছে৷ কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের মানুষজন৷ উল্লেখ, করা যেতে পারে, পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে পানিসাগর স্টেশনের কাছে কোয়ার্টার কমপ্লেক্সের বাসিন্দা শ্যামল দেব একে পুজোর আয়োজন করেছিলেন দুদিন আগে৷ ঘটনা করে পুজো হয়৷
এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল৷ কিন্তু, এর পরই আসে বিপত্তি৷ পুজোয় পুরোহিতের কথামতো শ্যামলবাবু পুজোর সামগ্রী নিয়ে নদীতে ভাসাতে যান৷ কিন্তু, সেখান থেকে আর শ্যামলবাবু ফেরেননি৷ নদীর জলের স্রোতে তিনি ভেসে যান৷ এমনিতেই জুরি নদীর জল কয়েকদিনের বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ খবর পাওয়া মাত্রই ছুটে আসেন পুলিশ বাহিনীর কর্মীরা৷ দেহের খোঁজে থইথই নদীতে তল্লাশি শুরু হয়৷ টানা দুদিন তল্লাশি চালানোর পর শনিবার শ্যামল দেবের নিথর দেহ মিলেছে৷ এদিকে শ্যামলবাবুর নিথর দেহের খবর পাওয়া মাত্রই প্রয়াতের পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে৷