দুই প্রবীণ ব্যক্তিত্ব কমলা রঞ্জন স্মৃতি সম্মানে ভূষিত, কঠিন দিন পেরিয়ে আরও দূর্যোগের মুখে সংবাদপত্র শিল্প, আলোচনায় অভিমত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ প্রয়াত প্রবীণ সাংবাদিক কমলারঞ্জন তলাপাত্র স্মৃতি সম্মাননা দেয়া হয়েছে প্রবীন সাংবাদিক ললিত মোহন

প্রবীণ সাংবাদিক ললিত মোহন গোস্বামীর হাতে কমলা রঞ্জন স্মৃতি সম্মাননাপত্র তুলে দিচ্ছেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ ছবি নিজস্ব৷

গোস্বামী ও সাহিত্যিক ডঃ ব্রজগোপাল রায়কে৷ মানুষ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কমলারঞ্জন তলাপাত্র স্মৃতি সম্মান এবার দ্বিতীয় বর্ষে পড়ল৷  আজ আগরতলা প্রেসক্লাবে সম্মাননা অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা প্রধান অতিথির ভাষণে মুদ্রণ প্রচার মাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, যতোই ইন্টারনেট, ওয়েব দুনিয়ার প্রসার লাভ করুক না কেন মুদ্রণ মাধ্যমের বিকল্প নেই৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র৷ তাঁর স্বাধীনতায় আমরা পূর্ণ বিশ্বাসী৷ আমাদের সরকার এই স্বাধীনতাকে পূর্ণ মর্যাদা দিতে চায়৷ আজ এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানীত অতিথি স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে এরাজ্যের সংবাদপত্রের কঠিন দিনগুলির কথা তুলে ধরেন৷ তিনি জানান, বিশ্বজুড়ে তীব্র কাগজের সংকট দেখা দিয়েছে৷ দিনে দিনে এই সংকট ভয়াল রূপ নিতে চলেছে৷ মুদ্রণ মাধ্যম দুই দশক পড়ে ইতিহাস হয়ে যাবে৷ এখন পৃথিবীর যেকোনও জায়গা থেকেই ইন্টারনেটে আমাদের সংবাদপত্র পড়ে নেয়ার সুযোগ রয়েছে৷ তিনি অতীতের কঠিন দিনগুলির কথা যেমন স্মরণ করেন তেমনি আগামীদিনের আরও ভয়াল পরিস্থিতির যে সম্ভাবনা তা তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷

অনুষ্ঠানে সভাপতির ভাষণে জাগরণ এর সম্পাদক পরিতোষ বিশ্বাস অতীতের কঠিন দিনগুলির কথা তুলে ধরে আগামী দিনে মুদ্রণ মাধ্যমের উপর আরও ভয়াল আক্রমণ আসছে সেই সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরেন৷ তিনি প্রয়াত প্রবীণ সাংবাদিক কমলা রঞ্জন তলাপাত্রের কঠিন দিনের কথা তুলে ধরে একটি ছোট ঘটনার কথা উল্লেখ করেন৷ বিকেলে পত্রিকার রিপোর্টার কর্মীদের বেতন দিয়েছেন নিজের হাতে এক কপর্দকও না রেখে৷ পরের দিন সকালে বাজারের ব্যাগ হাতে যাকে আগের দিন বিকেলে বেতন দিয়েছেন সেই সাংবাদিক অনুপ নাগের বাড়িতে গিয়ে একশত টাকা হাওলাত নিয়ে বাজার করে বাড়ী ফিরেছেন৷ অন্যসব ঘটনায় না গিয়ে এই একটি ঘটনায় তৎকালীন সংবাদপত্রের জীবন যন্ত্রণা কি ভয়াবহ ছিল তা বুঝা যেতে পারে৷ জাগরণ সম্পাদক প্রশ্ণ তুলেছেন আমরা কি সত্যিই স্বাধীন? যা দেখি তা কি লিখতে পারি? আমাদের লিখার সুযোগ কতখানি? তিনি বলেন যারা সংবাদপত্রের জন্য লড়াই করেছেন তাঁদের বেশীরভাগই শারীরিক ভাবে আক্রান্ত৷ অনেক সম্পাদককেই অকালে চলে যেতে হয়েছে৷ যারা বেঁচে আছেন, অসুস্থতার সাথে যুদ্ধ করে কতদিন বাঁচবেন কে জানে?

সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন সাংবাদিক সঞ্জীব দেব, বিধায়ক আশীষ কুমার সাহা, বাংলাদেশের সাংসদ এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা, বিশিষ্ট সাহিত্যিক ডঃ দেবব্রত দেবরায়৷ স্বাগত ভাষণ দেন মানুষ পত্রিকার সহকারী সম্পাদক তরুণ সাংবাদিক প্রণব সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *