শ্রীনগর, ৬ মে (হি.স.) : উপত্যকায় ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা রক্ষীরা৷ রবিবার সকাল থেকে শোপিয়ানের এনকাউন্টারকে ঘিরে উত্তপ্ত পরিবেশ ছিল উপত্যকার৷ জানা গিয়েছে, রবিবার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াইয়ে ৫ জঙ্গি খতম হয়েছে৷ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই জঙ্গিদমনে মাঝেমাঝেই এনকাউন্টার পর্বে নেমেছে সেনা-জওয়ানরা৷ শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ জঙ্গি দলের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। বেশ কিছু জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পর রবিবারও শোপিয়ানে গুলি লড়াই চলতে থাকে৷ এলাকা ঘিরে ফেলে সেনা জওয়ানরা৷ জঙ্গিদের আত্মসমর্পণের কথাও বলে জওয়ানরা৷ এখনও পর্যন্ত ৫ জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে৷
এদিকে, জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে শনিবার ভোরে শ্রীনগরের ছত্তাবলের গরি মহাল্লা এলাকায় যৌথ অভিযান করেছিল পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী। উভয়পক্ষের সংঘর্ষে সেখানে খতম হয় তিন জঙ্গি। ওই ঘটনায় আহত হয়েছিলেন তিন নিরাপত্তারক্ষী। মৃত জঙ্গিদের হেপাজত থেকে উদ্ধার হয় একাধিক বন্দুক ও গোলাবারুদ।
অন্যদিকে, শনিবার সকালেই দু’টি মৃতদেহ উদ্ধার হয় জম্মু কাশ্মীরের শাহগন্দ গ্রামের হাজিন এলাকা থেকে। দুই ব্যক্তিরই গুলশন মহল্লা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে৷