ভূমিকম্পের জেরে আগ্নেয়গিরির লাভাস্রোতের অাতঙ্ক, সরানো হয়েছে বাসিন্দাদের

হনলুলু (হাওয়াই), ৬ মে (হি.স.) : হাওয়াইয়ের বড় দ্বীপে ভূমিকম্পের জেরে জেগে উঠল কিলোওয়েয়া আগ্নেয়গিরি। লাভাস্রোত জনবসতির দিকে চলে আসায় ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।শুক্রবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল হাওয়াইয়ের বড় দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। আর ওই ভূমিকম্পের জেরেই জেগে ওঠে কিলোওয়েয়া আগ্নেয়গিরিটি।
প্রত্যক্ষদর্শীদের মতে, “কম্পনের জেরে কয়েকটি জায়গায় মাটির নীচ থেকে ধোঁয়া বেরিয়ে আসে। অনেক জায়গায় মাটিতে ফাটল দেখা দেয়। সেখান দিয়ে ধোঁয়া, আগুন বেরিয়ে আসছিল।” অগ্ন্যুৎপাত আগামী কয়েকদিনের মধ্যে কমবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিকে ভূমিকম্পের পরই দ্বীপের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ ফের চালু হলেও বাতাসে সালফার গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছে।
ভূমিকম্পের জেরে আগ্নেয়গিরির পার্শ্ববর্তী এলাকায় ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল থেকে বেরিয়ে আসছে লাভাস্রোত। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হাওয়াইয়ের মেয়র হ্যারি কিম বলেন, “যে সব বাসিন্দারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, তাঁরা বাড়ি ফিরতে চাইলে সরকার তাঁদের সাহায্য করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *