লন্ডনে ব্যাডমিন্টনের আন্তর্জাতিক টুনামেন্ট জয়ে আত্মবিশ্বাসী সাইনা

নয়াদিল্লি, ৬ মে (হি.স.) : গোল্ডগোস্ট কমনওয়েলথ গেমসে অনবদ্য পারফর্মের পর এবার ‘ইংরেজ সাম্রাজ্যের’ উপর জয় পাওয়ার ব্যাপার আত্মবিশ্বাসের সুর সাইনার গলায়৷ সাইনা নেওয়াল এবং পিভি সিন্ধু ভারতের এই দুই তারকা শাটলারের অন্যতম বড় বাধা হলেন চিনা প্রতিদ্বন্দ্বী তাই তুজ ইং৷ ব্যাডমিন্টনের আন্তর্জাতিক টুনামেন্টগুলির ফাইনাল কিংবা সেমিফাইনালের মুখোমুখিতে বিশ্বের এক নম্বর বাছাইয়ের কাছে বারবারই থামতে হয়েছে সাইনাদের৷ তবে এবার ‘ইংরেজ সাম্রাজ্যের’ উপর জয় পাওয়ার ব্যাপার আত্মবিশ্বাসী সাইনা৷
গোল্ডগোস্ট কমনওয়েলথ গেমসে অনবদ্য পারফর্ম করে সোনা জিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টনে কামব্যাক করেছেন সাইনা৷ দারুণ ফর্মে থাকলেও গত এপ্রিলে এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াইয়ে সাইনাকে ২৭-২৫ এবং ২১-১৯ গেমে হারান বিশ্বের এক নম্বর তাই তুজ ইং৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াই হারলেও চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ জেতা নিয়ে আত্মবিশ্বাসী সাইনা জানান, ‘আমার মনে হয় শেষের দুটো পয়েন্টই পার্থক্য গড়ে দিয়েছে৷ যেখানে তুজ অনেক বেশি আক্রমণাত্মক ছিল৷ দুটো গেমেই একই জিনিস ঘটেছে৷ দুটো গেমই শুরুতে আমি লিড করছিলাম৷ আমার আরও সতর্ক থাকা উচিৎ ছিল৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *