
এইমস সূত্রের খবর, শারীরিক অসুস্থতাজনিত কারণে এইমস-এ স্থানান্তরিত করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে| তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, লালুকে রাঁচি মেডিক্যাল কলেজে ফেরত পাঠানো হবে| এমতাবস্থায় বেঁকে বসলেন আরজেডি সুপ্রিমো| রাঁচি মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ফিরতে নারাজ লালু প্রসাদ যাদব| এইমস-কে চিঠি লিখে আরজেডি সুপ্রিমো জানিয়েছেন, ‘আমি রাঁচি হাসপাতালে ফিরে যেতে চাই না| কারণ, আমার রোগের চিকিত্সার জন্য যথোপযুক্ত পরিকাঠামো নেই রাঁচি হাসপাতালে|’
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এই মুহূর্তে জেল খাটছেন লালু প্রসাদ যাদব| সম্প্রতি শারীরিক অসুস্থতাজনিত কারণে রাঁচি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে| পরে আরজেডি সুপ্রিমোকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়|