নিজস্ব প্রতিনিধি, ডুকলি, ২৯ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে বলে দাবি করেছে সিপিএম৷ দলের পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের পূর্ব ডুকলি এলাকায় খোকন দেব, মধুসূদন চক্রবর্তী (বিএসএনএল দপ্তরের কর্মচারী)-র নেতৃত্বে গেরুয়া সন্ত্রাস অব্যাহত৷ গত ২০ এপ্রিল সন্ধ্যায় পরিকল্পিত ভাবে ঘরে ঢুকে নারী সমিতির কর্মী ঝুলন বিশ্বাস সহ তার স্বামী রঞ্জন বিশ্বাস ও পুত্র তপন বিশ্বাসকে বেধরক মারধর করে তারা৷ ঝুলন দাস মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন৷ এখন পর্যন্ত ঝুলন বিশ্বাস তার স্বামী, পুত্র সহ বাড়ি ফিরতে পারছে না৷ গতকাল ২৮ এপ্রিল আক্রমণ চালায় ৬০ ঊর্ধ বয়স্ক বীরেন্দ্র সরকারের উপর৷ রাত সাড়ে নয়টায় বীরেন্দ্র সরকারকে বাড়ি থেকে ডেকে এনে তার উপর হামলা চালায় খোকন দেবের নেতৃত্বে ৫-৬ জনের দুসৃকতিকারী দল৷ ব্যপক মারধর করা হয় তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়৷ এদিকে ৩ মার্চের পর থেকে দফায় দফায় আক্রমণ চালায় সিপিআইএম ডুকলি অঞ্চল সদস্য তথা যুব নেতা রঞ্জন পালের বাড়িতে৷ গতকালও পূর্ব ডুকলি এলাকার স্থানীয় বিজেপি নেতা খোকন দেব, মধুসূন চক্রবর্তী-র নেতৃত্বে ৫-৬ জনের দুসৃকতিকারী দল দা রড নিয়ে রাত সাড়ে ১১টায় আবারো আক্রম চালায় রঞ্জন পালের বাড়িতে৷ বাড়ির গেইট, বাউন্ডারি, বারিন্দা সমস্ত কিছু তছনছ করে ফেলে৷ পাশের বাড়ির মানুষজন ছুটে আসলে দুসৃকতিকারী দল পালিয়ে যায়৷ খোকন দেব-র নেতৃত্বে দফায় দফায় আক্রমনে রঞ্জন পালের ছোট ছোট সন্তানরা ভয়ে অসুস্থ হয়ে পরছে প্রায়ই৷
2018-04-30