ইনার লাইন পারমিট ও এনআরসি চালু হোক, দাবি আইএনপিটি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ উপজাতি ভাবাবেগকে পঁুজি করে শীঘ্রই রাজনীতির ময়দানে নামতে চলেছে আইএনপিটি৷ তিপ্রাল্যান্ডের দাবির বিরুদ্ধে উপজাতি ভিত্তিক এই আঞ্চলিক দল৷ কিন্তু, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে সুরক্ষিত রাখার জন্য তাঁরা ইনার লাইন পারমিট চালু হোক, তা চাইছে৷ শুধু তাই নয়, নাগরিকত্ব বিলের সংশোধনের দাবিতে তাঁরা জোরদার আন্দোলনে ঝাঁপাবেন৷ পাশাপাশি, এনআরসি’র মাধ্যমে এরাজ্যেও প্রকৃত ভারতীয় বংশোদ্ভুতদের চিহ্ণিত করা হোক, এই দাবিতেও আন্দোলনমুখী হবে আইএনপিটি৷  শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷

এদিন তিনি জানান, আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খলের নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ১৬ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেছে৷ তাতে কিছু মৌলিক দাবি রয়েছে৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলেই এডিসিকে অধিক ক্ষমতায়নের পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ তা বাস্তবায়ন এখন নতুন সরকারের দায়িত্ব৷ সাথে তিনি যোগ করেন, এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করার দাবি জানানো হয়েছে৷ সেক্ষেত্রে ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন খুবই জরুরী৷

জগদীশ দেববর্মার কথায়, আগামী ৯ ও ১০ জুন দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হবে৷ জুন মাসের শেষে আন্দোলন কর্মসূচীর রূপরেখা ওই সম্মেলনে স্থির করা হবে৷ আন্দোলন চলাকালীন ২৪ ঘন্টার অনশন পালন করা হবে৷ তাঁর বক্তব্য, দল নাগরিকত্ব বিল সংশোধনের দাবিতে জোরদার আন্দোলন সংগঠিত করবে৷ পাশাপাশি, এনআরসি’র মাধ্যমে আসামের ন্যায় রাজ্যেও প্রকৃত বাসিন্দাদের চিহ্ণিত করা হোক, সেই দাবিতে আন্দোলন সংগঠিত করা হবে৷

তাঁর মতে, বর্তমানে ভারতীয় বংশোদ্ভুতদের স্বার্থে নাগরিকত্ব বিল সংশোধন হয়নি৷ বহিরাগতদের স্বার্থেই আইনে সংশোধনী আনা হয়েছে৷ এবিষয়ে দল রাজ্যবাসীকে সচেতন করবে৷ তাঁর কথায়, বহিরাগতদের অনুপ্রবেশ এরাজ্যে আটকানো সম্ভব না হলে ভবিষ্যত প্রজন্ম কঠিন সমস্যার সম্মুখীন হবে৷ তাই, নাগরিকত্ব বিল প্রত্যাহার হোক চাইছে আইএনপিটি৷ জগদীশ দেববর্মার সাফ কথা, এডিসিকে সুরক্ষিত রাখার জন্য চাই ইনার লাইন পারমিট এবং এনআরসি চালু হলে এরাজ্যের ভবিষ্যত প্রজন্ম সুরক্ষিত হবে৷

এদিকে, বিজেপি – আইপিএফটি জোট সরকার নিয়ে এদিন কোন মন্তব্য করতে জগদীশ দেববর্মা৷ কিন্তু, তিনি তাঁদের সম্পর্ক নিয়ে বিদ্রুপ করতে ছাড়েননি৷ তাঁর কথায়, পাহাড়ে বিজেপি-আইপিএফটি’র মধুর সম্পর্কে তিক্ততা আসতে শুরু করেছে৷ বিভিন্ন স্থানে তাঁদের মধ্যে ঝামেলা হচ্ছে বলে শোনা যাচ্ছে৷ তাঁর সাফ কথা, তিপ্রাল্যান্ডের দাবি ভেস্তে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *