
শনিবার সকালে মুখোমুখি হন দু’দেশের রাষ্ট্রপ্রধান। মোদীর আপ্যায়নে চিনে বেজে ওঠে বলিউডের সুর। চিনসফরের দ্বিতীয় দিনের শুরুতে নৌকাবিহারে যান মোদী ও জিনপিং। সেখানেই একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন তাঁরা। তার মধ্যে ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নিয়েও কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের।
নতুন এইসব পোস্ট তৈরি হলে। ১২০০০ থেকে ১৮০০০ ফুট উচ্চতায় থাকা পোস্টে রেশন পৌঁছে দেওয়া যাবে। আর অবশ্যই চিনের উপর কড়া নজর রাখা সম্ভব হবে।
ভারত ও চিনের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখানেই ইন্দো-তিব্বত বর্ডার পুলিসের(আইটিবিপি) আরও ৯৬টি আউটপোস্ট তৈরি করা হবে বলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
সীমান্তে নতুন করে ৯৬টি আউটপোস্ট বাড়লে আইটিবিপি-র পোস্টের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭২। বর্তমানে পোস্টের সংখ্যা ১৭৬।