নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ রাজ্যের শিক্ষার মান উন্নয়নে শিক্ষা বিষয়ক একটি চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ মূলত বিদ্যালয়স্তরের শিক্ষার জন্যই চ্যানেল খোলা হচ্ছে৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের কাছে আগেই এ ধরনের প্রস্তাব এসেছিল৷ প্রস্তাবটি বিচার বিবেচনা করে দেখা হয়েছে৷ এর পরেই রাজ্য সরকার এ ধরনের একটি চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য সরকার মনে করে, এই ব্যবস্থায় সরকারের লক্ষ্য পূরণে যথেষ্ট সহায়ক হবে৷ রাজ্য সরকার প্রাইভেট টিউশন বন্ধ করার পক্ষপাতী৷ আর এ ধরনের চ্যানেল খুললে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করা সম্ভব হবে৷
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত চ্যানেলে রাজ্যের বিশিষ্ট শিক্ষকদের এনে পাঠদান করানো হবে৷ যাঁরা নিয়মিত প্রাইভেট টিউশনি করছেন এবং যাঁদের উপর অভিভাবকদের আস্থা আছে তাদেরকেও এই চ্যানেল নিয়ে আসা হবে৷ চ্যানেল থেকে পাঠ দেওয়ার জন্য রাজ্য সরকার শিক্ষকদের বেতন বহির্ভূত চ্যানেলে পাঠদানের জন্য সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে৷ ভাতার পরিমাণ কী হবে এবং করে থেকে চ্যানেল শুরু হবে তা এখনও সুনিশ্চিত হয়নি৷ তবে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী৷