আগরতলায় চাকরি মেলা , প্রথম দিনে ৯৮৪ জনের নিয়োগ সুনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ নবগঠিত বিজেপি- আইপিএফটি সরকার গঠনের পর রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ আগরতলায় একটি চাকরি মেলা অনুষ্ঠিত হয়৷ আগরতলায় কুঞ্জবনস্থিত আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের কর্মবিনিয়োগ জনশক্তি ও পরিকল্পনা দপ্তরের উদ্যোগে তামিলনাড়ুর সাউদার্ন ইন্ডিয়া মিল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই চাকরি মেলায় তামিলনাড়ুর ৭টি কাপড়ের কলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ আজ প্রথম দিনের এই চাকরি মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের তিন সহস্রাধিক বেকার যুবক-যুবতী অংশ নিয়েছে৷

মূলত ঃ তামিলনাড়ুর কাপড়ের কলগুলিতে শ্রমিক হিসেবে নিযুক্তির জন্যই এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়৷ আজ প্রথম দিনে ৯৮৪ জনের নিয়োগ সুনিশ্চিত করা হয়েছে৷ আগামীকালও এই মেদ্ভ্রলত্রা চলবে৷ এই চাকরি মেলা সফলভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলির পাশাপাশি সমস্ত জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনও সহযোগিতা করেছে৷ চাকরি মেলায় নির্বাচিত প্রার্থীরা আগামী ৮ মে আগরলা থেকে হামসফর এক্সপ্রেসে চেন্নাই-এর উদ্দেশ্যে রওনা হবে৷ এজন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ৭ মে কর্মবিনিয়োগ ও জনশক্তি দপ্তর থেকে রেলের টিকিট সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে৷ উল্লেখ্য যে, নির্বাচিত প্রার্থীদের আগরতলা থেকে চেন্নাই যাওয়ার রাহা খরচ তামিলনাড়ুর সংশ্লিষ্ট কাপড়ের কলগুলিই বহন করবে বলে জানানো হয়েছে৷ এই চাকরি মেলায় আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজির আগরতলা সেন্টারের উদ্যোগে একটি কর্মবিনিয়োগ সংক্রান্ত সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *