
চলতি আইপিএলে এখনও পর্যন্ত তেমন একটা নজর কাড়তে পারেননি৷ ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু পারফরম্যান্স নেই যুবির৷ তবু আশায় বুক বেঁধে যুবরাজ বলেন, ‘যে কোনও পর্যায়েই হোক, ২০১৯ পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে চাই৷ আগামী বছর শেষের দিকে কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেব৷’
প্রায় দু’দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার৷ এ প্রসঙ্গে যুবি বলেন, ‘প্রত্যেককেই একসময় থামতে হয়৷ আমি ২০০০ সাল থেকে আন্তার্জাতিক ক্রিকেট খেলছি৷ ১৭-১৮ বছর হয়ে গেল৷ সুতরাং ২০১৯ এর পর যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে৷’