নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম৷ দলের পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, জিরানীয়া মহকুমা তে শাসক জোটের মুখ্য দল বিজেপি-র সন্ত্রাসীবাহিনীর আক্রমন, হামলা অব্যাহত৷ মানুষ ক্ষোভে ফুসছেন৷ স্ব উদ্যোগে প্রতিবাদ করতে এগিয়ে আসছেন৷
মুখ্যমন্ত্রীর ভয়মুক্ত ত্রিপুরাতে গড়ার আহ্বানকে স্ব দলেরই গুন্ডাবাহিনী পাত্তা দিচ্ছেন না৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য কথার কথাই রয়েছে৷ একের পর এক ঘটনা তাই প্রমাণ করছে বাস্তবে৷ আইনের শাসনের অস্তিত্ব আছে বলে বাস্তবে তা দেখা যাচ্ছে না৷
গত ২১ এপ্রিল রাত সাঢ়ে ১০টা নাগাদ জিরানীয়ার জয়নগরে চিন্তা হরন দেবনাথের বাড়ী শাসক দল বিজেপি’র দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা সংগঠিত করে৷ দফায় দফায় হামলা চালানো হয়েছে৷ ঐ সময় বাড়ীতে পরিবারের মহিলারা, ছোট -ছোট মেয়ে-ছেলেরা সহ অন্যান্যরা ছিলেন৷ ঘটনা পুলিশকে জানানো হয়৷ এ বাড়ীতে এ নিয়ে দ্বিতীয় বার হামলা চালায় বিজেপি দুর্বৃত্তরা৷ পরদিন অর্থাৎ ২২ এপ্রিল সকালে আক্রান্ত পরিবারের ছেলে মেয়ে (সুকল পড়ুয়া), মহিলারা সহ আত্মীয় পরিজন দলবদ্ধভাবে জিরানীয়া থেকে আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারী আবাসের সামনে আক্রমণের ঘটনা জানানোর জন্য, জীবন রক্ষা, বাড়ি ঘর রক্ষা সহ প্রতিকা করার জন্য স্মরনাপন্ন হন৷ দীর্ঘক্ষণ অপেক্ষার পর মুখ্যমন্ত্রী দেখা না করলে উনার পক্ষে প্রতিনিধি এসে কথা বলেন এবং ঘনটা জেনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানান এবং মজলিশপুর কেন্দ্রের বিধায়কের যাওয়ার জন্য বলেন৷ আক্রান্ত পরিবারের সদস্যরা পরে বিধায়ক সুশান্ত চৌধুরীর সাথে দেখা করারপর উনি ঘটনা শুনে দেখবেন বলে জানান৷ এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷
গত ২০ এপ্রিল চম্পকনগর রামভক্ত পাড়ায় পার্টি কর্মী ভজন সরকারের বাড়ীতে হামলা সংগঠিত করে বিজেপি দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ঘরের সামগ্রী সমস্ত ভাঙচুর করে এবং পরিবারের লোকজনদের মারধোর করে৷
সি পি আই (এম) পশ্চিম জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন-র দাবি জানাচ্ছে৷ সাথে সাথে আইনের শাসন কায়েমে ও গণতন্ত্র রক্ষায় রাজ্য সরকারকে কার্যকরী ভূমিকা পালনে এগিয়ে আসার আবেদন জানাচ্ছে৷ শাসক দল বিজেপি’র ফ্যাসিস্ট ও গোরেবলসীয় ফায়দায় কমিউনিস্ট পার্টি (মাঃ) বিরুদ্ধে ঘৃন্য ষড়যন্ত্র ও চক্রান্ত মূলক কার্যকলাপ চালাচ্ছে৷ আজ ২২শে এপ্রিল সকাল থেকে রাত অব্দি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে চরম ষড়যন্ত্র, চক্রান্ত ও নাশকতামূলক কার্যকলাপ চালায় ফ্যাসিবাদী আর এস এস ও বিজেপি দল পশ্চিম জেলার মোহনপুর মহকুমা কামালঘাট লোক্যাল কমিটি অফিস কে কেন্দ্র করে৷
সকালে পার্টি নেতা দিলীপ দাসের নেতৃত্বে পার্টি কর্মীরা কামালঘাট লোক্যাল অফিসের সামনে কমরেড লেনিনের ১৪৯ তম জন্মদিবস পালনের কর্মসূচী করে চলে আসেন৷ পরবর্তী সময়ে সুপরিকল্পিত ভাবে বিজেপি -র দুর্বৃত্তরা কামালঘাট বাজারে জমায়েত হয়ে কামালঘাট পার্টি অফিসটি চতুদিকে ঘেরাও করে৷ ঐ সময়ে পার্টি অফিস বন্ধ ছিল৷ পার্টির কেহই ছিলেন না৷ বিজেপি -র এহেন পার্টি অফিস ঘেরাও করে ষড়যন্ত্র ও নাশকতামূলক কার্যকলাপ চালানোর বিষয়টি পার্টি নেতৃত্ব পুলিশকে একাধিকবার জানান এবং পার্টি অফিস রক্ষায় কার্যকরী উদ্যোগ নিতে আবেদন জানান৷ দুর্বৃত্তবাহিনী সাড়াদিন ব্যাপীই অফিসটি দখল করে নানা ভাবে ষড়যন্ত্র ও নাশকতার কাজ চালায়৷ সন্ধ্যা নাগাদ দুর্বৃত্তরা দলবদ্ধভাবে পার্টি অফিসের সামনের ও পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অফিসের সমস্ত জিনিষপত্র/আলমারি,চেয়ার, টেবিল, মূল্যবান ফাইল পত্র সহ মুল্যবান সামগ্রী নষ্ট করে এবং পার্টিকে জন সমক্ষে কলঙ্কিত কররত্রা জন্য নানা ধরনের অসত্য ও নিজেদের পরিকল্পিত ষড়যন্ত্র করে অপপ্রচার চালায়৷ এজন্য তাদের সুগভীর ষড়যন্ত্র করেছিল৷
সি পি আই (এম) পশ্চিম জেলা ও মোহনপুর মহকুমা কমিটি শাসক দল বিজেপি’র পরিকল্পিত ষড়যন্ত্র ও নাশকতামূলক কার্যকলাপ এবং সর্বভারতীয় পার্টি সিপিআই(এম) -র কামালঘাট লোক্যাল কমিটি অফিসটি সকাল থেকে রাত অব্দি ঘেরাও করে পার্টি-র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অগনতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পার্টি পুলিশ প্রশাসনকে নিরাপক্ষভাবে শাসক দলের পার্টি অফিসে ষড়যন্ত্র ও নাশকতাজনক বন্ধে কার্যকরী ভূমিকা পালনের দাবি জানাচ্ছে৷ ষড়যন্ত্র সম্পর্কে পুলিশে অভিযোগ জানানো হয়েছে পার্টির পক্ষ থেকে৷
2018-04-23