দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবার দিল্লি গিয়েছেন৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চর্চার জন্যই তার এই দিল্লি সফর৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বৃহস্পতিবার রাতে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ এদিন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ সন্ধ্যায় মন্ত্রিসভার

বৈঠক সেরে তিনি সচিবালয় থেকেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷
ধারনা করা হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে৷ আলোচনাকালে উঠে আসতে পারে চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ও৷
জানা গেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন৷ এই আলোচনায় রাজ্যের জন্য বিশেষ আথির্ক সহায়তাববিষয়টি আলোচনায় স্থান পেতে পারে৷ আপাতত ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী দুদিন দিল্লিতে অবস্থান করবেন তিনি৷ তারপরেই তাঁর রাজ্যে ফিরে আসার কথা৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর তৃতীয় দিল্লি যাত্রা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *