নগদের আকাল মিটবে শুক্রবারের মধ্যেই, আশ্বস্ত করলেন এসবিআই চেয়ারম্যান

মুম্বই, ১৯ এপ্রিল (হি.স.): নগদের আকাল মিটে যাবে শুক্রবারের মধ্যেই| দেশবাসীকে আশ্বস্ত করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র চেয়ারম্যান রজনীশ কুমার| দেশের বিভিন্ন রাজ্যে নগদ ঘাটতির প্রেক্ষিতে বৃহস্পতিবার এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, নগদ সঙ্কট মিটে যাবে শুক্রবারের মধ্যেই| যে সমস্ত রাজ্যে নগদের ঘাটতি দেখা দিয়েছে সেই সমস্ত রাজ্যে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে|
এদিকে, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে মিটছে নগদের আকাল| দেশের বিভিন্ন রাজ্যের এটিএম-এ আর দেখা যাচ্ছে না ‘নো ক্যাশ’ বোর্ড| নগদ ঘাটতি মিটে যাওয়ায় মুখে হাঁসি ফুটেছে দেশবাসীর| বাণিজ্যনগরী মুম্বই সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রায় প্রত্যেকটি এটিএম থেকেই বৃহস্পতিবার টাকা তুলতে পেরেছেন গ্রাহকরা| হাতেগোনা কয়েকটি এটিএম-এ টাকা ছিল না, তা অবশ্য বলাই যেতে পারে| এমতাবস্থায় নগদ সঙ্কট প্রসঙ্গে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা জানিয়েছেন, ‘দেশের ৮০ শতাংশ এটিএম গুলিতে নগদ রয়েছে, এমনটাই আমার বিশ্বাস| কিছু মানুষের অভ্যাস হল বিভ্রান্ত করা, তাঁদের প্রতি আমার অনুরোধ এমনটা করবেন না|’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *