লন্ডন, ১৯ এপ্রিল (হি.স.) : সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রশ্নে ফের পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনের ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে “ভারত কি বাত, সবকে সাথ” অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যারা সন্ত্রাস রপ্তানি করে এবং পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না। তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে।” প্রধানমন্ত্রী অারও বলেন, “কিছু কাপুরুষ এসে আমাদের জওয়ানদের হত্যা করছে। এরকম অবস্থায় আমি চুপচাপ বসে থাকব, এটা চান আপনারা? তাদের কি উপযুক্ত জবাব দেওয়া উচিত নয়? আমাদের
সেনাদের জন্য আমি গর্বিত। কোনওরকম ভুল না করে ১০০ শতাংশ নিখুঁতভাবে ওই সার্জিক্যাল স্ট্রাইক কার্যকর করেছিল সেনা। এবং সূর্যোদয়ের আগেই তারা আবার ফিরেও এসেছিল।” যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ রপ্তানি করে তাদের জন্য ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক উপযুক্ত জবাব ছিল বলেও মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে দেশে নাবালিকাদের উপর ধর্ষণের মত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এধরনের ঘটনা মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান। কাঠুয়া গণধর্ষণ নিয়ে মোদী বলেন, “ধর্ষণ ধর্ষণই। আমাদের মেয়েদের সঙ্গে এধরনের অত্যাচার আমরা কীভাবে মেনে নিতে পারি?”

প্রধানমন্ত্রী আরও বলেন, “সেনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আমি বলেছিলাম দেশের সংবাদমাধ্যমগুলিকে জানানোর আগে সার্জিক্যাল স্ট্রাইকের কথা যেন পাকিস্তানের সেনাকে জানানো হয়। এবং তারা যদি চায় তাহলে তারা সেই হানায় মৃতদের দেহ সরিয়ে নিয়ে যেতে পারে।” তিনি এও জানান, ভারত কোনও সার্জিক্যাল স্ট্রাইক করেনি বলে জানিয়েছিল পাকিস্তান।