নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : বিচারপতি বি এইচ লোহার মৃত্যুর তদন্তে জন্য সিট বা বিশেষ তদন্তকারীদল গঠনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চের তরফ থেকে পিটিশনটিকে খারিজ করে দিয়ে জানিয়েছেন, ‘এই পিটিশনের কোনও ভিত্তি নেই। বিচারপতির রায়কে সন্দেহ করার কোনও কারণ নেই। বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করতেই বোম্বে হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে এই ধরণের গুরুতর অভিযোগ আনা হয়েছে। আদালতে পেশ হওয়া নথি, তথ্য থেকে এটা প্রমাণিত যে বিচারপতি বি এইচ লোহার স্বাভাবিক মৃত্যু হয়েছে।’
এর আগে বিচারপতির বি এইচ লোহার ময়নাতদন্তের রিপোর্টের মহারাষ্ট্র সরকারের চেয়ে পাঠায় সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের সাংবাদিক বি এস লোন এবং সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা সুপ্রিম কোর্টের কাছে সিবিআইয়ের বিচারপতি লোয়ার মৃত্যু পক্ষপাতিহীন তদন্তের জন্য সিট গঠনের দাবি জানায়। এই মৃত্যু রহস্যজনক বলেও তারা সেই পিটিশনে দাবি করে। বিচারপতি লোয়ার মৃত্যুর তদন্তের জন্য সিট গঠনের দাবিতে একাধিক পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়ে। এদিন সেই সমস্ত পিটিশনগুলিকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টে।
প্রসঙ্গত, সোরাবুদ্দিন হত্যা মামলার বিচারক হিসেবে নিযুক্ত ছিলেন বিচারপতি বি এইচ লোহা। ২০১৪ সালে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান তিনি। এই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন বিজেপির বর্তমান জাতীয় সভাপতি অমিত শাহ। পরে এই মামলায় নির্দোষ প্রমাণিত হন তিনি।
অন্যদিকে, এদিন সুপ্রিম কোর্টের তিন বিচারকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ‘কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরণের পিটিশন দায়ের করা হয়েছে।’ বিষয়টিকে রাজনৈতিক আখ্যা দিয়ে আদালত বলেন, রাজনৈতিক সংক্রান্ত দ্বন্দ্ব গণতন্ত্রিক ব্যবস্থায় মিটিয়ে নেওয়া উচিত। আদালতের কর্তব্য আইনকে রক্ষা করা।’