নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): ধীরে ধীরে মিটছে নগদের আকাল| দেশের বিভিন্ন রাজ্যের এটিএম-এ আর দেখা যাচ্ছে না ‘নো ক্যাশ’ বোর্ড| নগদ ঘাটতি মিটে যাওয়ায় মুখে হাঁসি ফুটেছে দেশবাসীর| বাণিজ্যনগরী মুম্বই সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রায় প্রত্যেকটি এটিএম থেকেই বৃহস্পতিবার টাকা তুলতে পেরেছেন গ্রাহকরা| হাতেগোনা কয়েকটি এটিএম-এ টাকা ছিল না, তা অবশ্য বলাই যেতে পারে| এমতাবস্থায় নগদ সঙ্কট প্রসঙ্গে অর্থমন্ত্রকের
প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা জানিয়েছেন, ‘দেশের ৮০ শতাংশ এটিএম গুলিতে নগদ রয়েছে, এমনটাই আমার বিশ্বাস| কিছু মানুষের অভ্যাস হল বিভ্রান্ত করা, তাঁদের প্রতি আমার অনুরোধ এমনটা করবেন না|’

বাণিজ্যনগরী মুম্বইয়ে এদিন প্রায় প্রত্যেকটি এটিএম থেকেই টাকা তুলতে পেরেছেন গ্রাহকরা| এক ব্যক্তি জানিয়েছেন, ‘এটিএম-এ নগদ রয়েছে| তাই লেনদেনে কোনও সমস্যা হচ্ছে না| সমস্ত এটিএম ঠিকঠাক কাজ করছে|’ মুম্বইবাসী খুশি হলেও, বিহারের রাজধানী পাটনায় এদিনও নগদের আকাল দেখা দিয়েছে| পাটনার বহু মানুষ জানিয়েছেন, ‘এটিএম-এ বৃহস্পতিবারও টাকা নেই| নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে খুবই সমস্যা হচ্ছে| নগদের জন্য বহু এটিএম ঘুরতে হচ্ছে| তারপর টাকা পাওয়া যাচ্ছে|’