বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে সাত কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে৷ বুধবার ঘটনাটি ঘটেছে বেলগাম এলাকায়৷ এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বেশ্বর নগর এলাকার পিডাব্লউডি কোয়াটার্সে পুলিশ হানা দিয়ে দুহাজার টাকা নোটের সাত কোটি টাকার জাল নোট উদ্ধার করে৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ অাগামী ১২ মে রাজ্যে অাসন্ন বিধানসভা নির্বাচনের অাগে এই জাল নোটগুলো গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার কথা ছিল বলে পুলিশি তদন্তে জানা গিয়েছে৷ এই ঘটনায় পুলিশ অসিত কুমার নিদোনি নামে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ এই জাল নোটগুলো কোথা থেকে এখানে ঢুকেছে, তাও পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে৷
2018-04-18