পিপিপি মডেলে টাটাকে রাজ্যে ব্যবসা করতে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ এপ্রিল৷ ৷ আগামী এক বছরের মধ্যে ত্রিপুরা উৎপন্ন আনারসকে কাজে লাগিয়ে ফল প্রক্রিয়াকরণ শিল্প ও বাঁশ ভিত্তিক শিল্প এবং পর্যটনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হবে৷ আজ প্রজ্ঞাভবনের ২ নং হলে টাটা ট্র্যাস্ট কর্তৃক হসপিটালিটি দক্ষতা উন্নয়ন বিষয়ের উপরও উন্নীত প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের সংবর্ধনা এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, যারা দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে বহিঃরাজ্যে কর্মসংস্থানের যোগ দেবেন তারা যেন সঠিক দিশায় এবং উদ্যোগ নিয়ে কাজ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, টাটা একটি বিশ্বাস৷ ভারতবর্ষের কোনও গ্রাম নেই যেখানে মানুষ টাটাকে চেনে না৷ কারণ বিশ্বাসের সেই জায়গাটা টাটা তৈরী করতে পেরেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, উদ্যোগ এবং সঠিক পরিকল্পানার মাধ্যমে জামসেদজি টাাট জামসেদপুরের মাটিকে সোনা বানিয়ে দিয়েছেন৷ মানুষ যদি সঠিক পরিকল্পনা এবং দিশাতে কাজ করতে পারে তাহলে সে আগামীতে কোন কোম্পানির সিই ও বা জামসেদজি টাটার মতো হতে পারে৷ তিনি বলেন, প্রশাসনের স্বচ্ছতা আনার ক্ষেত্রে রাজ্যে ডিজিটাইলেজেশন এবং ই-গভর্নেন্স চালু করার ক্ষেত্রে টাকার সাথে কথা বলার উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার নিজস্ব উৎপন্ন আনারস, বাঁশ, চা, কাঠাল এর উপর ছোট ও মাঝারি শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এই শিল্প স্থাপনের মাধ্যমে কতটা কর্মসংস্থান সৃষ্টি করা যাবে তার জন্য আগে থেকেই যুবক-যুবতীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিদের নির্দেশ দেন তিনি৷ যে কোম্পানী এখানে শিল্প স্থাপন করেব তারা আমাদের রাজ্যের দক্ষ যুবক-যুবতীদের কাজ্যে লাগাতে পারবে এবং তখনই রাজ্য সরকার এবং সেই কোম্পানী উভয়ে এক হয়ে মিলে কাজ করতে পারবে৷
টাটাটকে ত্রিপুরায় ব্যবসা করার জন্য মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানান৷ তিনি বলেন, আমাদের রাজ্যের জমি স্বল্প কিন্তু তার মধ্যে কোন পাথক নেই৷ এখানে গাছ লাগানো হয় তার প্রেক্ষিতে ভালো ফলন হয়৷ তিনি বলেন, জনতা ২৫ বছর সময় দিয়েছে কিন্তু যে পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করবে তার সুফল যেন জনসাধারণ তাড়াতাড়ি পেতে পারে সেই লক্ষ্যে কাজ করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাঁশ চাষ এক বছরেই পরিনত হয়ে যায়৷ মুলি বাঁশ নিজে থেকেই হয়৷ এমজিএন রেগার মাধ্যমে রাজ্যের পাহাড়, টিলা, সমতল জমিতে বাঁশ লাগানোর উপর জোর দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *