নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ এপ্রিল৷৷ খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে ২১ নং আসাম রাইফেল এর উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র প্রদর্শনী ও সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ের উপর প্রেরণামূলক আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার৷ উক্ত কর্মসূচীর সূচনা করেন ২১ নং আসাম রাইফেলের মেজর মোনা মেথী৷ এছাড়া কলেজের অধ্যক্ষ ড শংকর ভট্টাচার্য্য ও অধ্যাপক সহ কলেজের ছাত্র – ছাত্রীরা উপস্থিত ছিলেন৷ এদিন প্রথম পর্বের অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়৷ এই অস্ত্র প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অস্ত্র বিষয়ে জানালেন আসাম রাইফেলের আধিকারিকরা৷ এদিকে আলোচনা সভায় ২১ নং আসাম রাইফেলের মেজর মোনা মেথী বলেন, নবীন প্রজন্মকে ভারতীয় সেনাবাহিনীতে অংশ গ্রহণের জন্য উদ্ধুদ্ধ করার লক্ষ্যেই প্রেরণামূলক আলোচনা সভা এবং অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং এই কর্মসূচীতে কলেজের ছাত্র -ছাত্রীরা খুবই উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করায় তাদের অভিনন্দন জানান তিনি৷
2018-04-17