রাজ্যে জনসম্পর্ক অভিযান পুনরায় শুরু করছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ত্রিপুরায় আবার জনসম্পর্ক অভিযান শুরু করলো বিজেপি৷ রবিবার পয়লা বৈশাখের সন্ধ্যা থেকে এই জনসম্পর্ক অভিযান শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্য বিজেপি নির্বাচনী কর্মসূচির কারণে জনসম্পর্ক অভিযান সাময়িক স্থগিত রাখা হয়েছিল৷ নির্বাচনের পর বিজেপি নিরঙ্কুশ সংক্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে৷ সরকার গঠনের মাসাধিকাল অতিক্রান্ত হওয়ার পর পুনরায় জনসম্পর্ক অভিযান শুরু করেছে৷ এখনও বিজেপির জনসম্পর্ক অভিযানের নেতৃত্ব করছেন মুখ্যমন্ত্রী নিজেই৷ মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব রবিবার পয়লা বৈশাখ সন্ধ্যা তেকে তাঁর জনসম্পর্ক অভিযান শুরু করেন৷ তিনি তাঁর নির্বাচনী ক্ষেত্র বনমালীপুর দিয়েই জনসম্পর্ক অভিযানের শুরুয়াত করেন৷ এই পর্যায়ে জনসম্পর্ক অভিযান সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্র ও রাজ্যের সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচিকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *