নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল ৷ ৷ দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর নাটকীয়ভাবে বাড়ি ফিরে এলেন আগরতলা পুর নিগমের সদস্য মলয় চক্রবর্তী৷ কাউন্সিলারের আচমকা এভাবে উধাও হয়ে যাওয়ায় এবং পুনরায় নাটকীয়ভাবে তার ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সংশয়ের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ইতিমধ্যেই নিখোঁজ পুর নিগমের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল৷ আর এর পরেই সন্ধ্যা গড়িয়ে রাত হতেই তিনি আচমকা বাড়ি এসে পৌঁছেন৷ তিনি কোথায় গিয়েছিলেন, কী কারণে গিয়েছিলেন, এ সব বিষয়ে পরিবারের লোকেরা পুলিশকে কিছু জানাননি৷ তবে রাত তার ফিরে আসার বিষয় সম্পর্কে পুলিশকে অবগত করা হয়েছে৷
2018-04-17