নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ এপ্রিল৷৷ আকস্কিক ভাবে মৃত্যু হলো এক ব্যক্তির উদয়পুর জেলা কংগ্রেস ভবনে৷ নিহত ব্যক্তির নাম ইমাম হুসেন মিয়া (৫২)৷ ঘটনা সোমবার সকাল বেলায়৷ ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় উদয়পুর জেলা কংগ্রেস ভবনের রক্ষনাবেক্ষন করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমুখে পতিত হয় ইমাম৷ জানা যায় বিগত ত্রিশ বছর যাবৎ ইমাম এর পরিবার উদয়পুর কংগ্রেস ভবনটি দেখবাল করে এবং ভবনের পাশে একটি দুচাল ঘর তৈরি করে বাঁশ বিক্রি করে সংসার চালাত ইমাম৷ সোমবার সকাল বেলা তার মৃতদেহ মাটিতে পরে থাকতে দেখতে পেয়ে উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরকে খবর দেয়া হয়৷ দমকল কর্মীরা গিয়ে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে৷ জানা যায়, টেবিল ফ্যান থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয় বলে মনে করে প্রত্যক্ষদশীরা৷ এই দিকে খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটে যায় কৃষী পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ খবর নেয় ইমামের মায়ের এবং ব্যক্তিগত ভাবে ইমামের পরিবারে পাশে থাকবেন বলে জানান মন্ত্রী৷ অন্যদিকে কংগ্রেস জেলা সভাপতি খবর পেয়ে ছুটে যান হাসপাতালে৷ দুঃখ প্রকাশ করেন ইমামের শোকসন্তপ্ত পরিবার প্রতি৷
2018-04-17