বোলপুর, ১৬এপ্রিল (হি.স.) : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেশিকোত্তম পুরষ্কার পেতে চলেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। গত প্রায় ২০১৩ সালের পর থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বন্ধ ছিল। এরপর গত দুমাস আগে বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন দায়িত্বভার গ্রহণ করার পর এবছর সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেন। আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বভারতীর আচার্য তথা প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আসার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বভারতী সূত্রে জানা গেছে।
সোমবার বিশ্বভারতী সূত্রে জানা গেছে, এবছর সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বভারতী এক গুচ্ছ সম্মানের পুরষ্কারের প্রাথমিক খসড়া প্রস্তুত করা হচ্ছে। যেখানে দেশিকোত্তম সম্মানের জন্য নাম ঠিক হয়েছে অভিনেতা অমিতাভ বচ্চনের। পাশাপাশি দেশিকোত্তম পুরষ্কারের জন্য আরো ছয় জনের নামের তালিকায় রয়েছেন বিশিষ্ট কবি গুলজার, প্রখ্যাত অধ্যাপক সুনীতি কুমার পাঠক, লেখক অমিতাভ ঘোষ, সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত পদার্থবিদ অশোক সেন ও শিল্পী যোগেন চৌধুরী। শিল্পের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অবন-গগন পুরস্কারের জন্য সুষেনন্দ্র নাথ ঘোষ, সুধীর পটবর্ধন ও পার্থ প্রতীম দেব-এর নাম ঠিক হয়েছে। রথীন্দ্র পুরস্কারের জন্য রাজেশ ট্যান্ডন, বিনায়ক লোহানী, অমলেশ চৌধুরী ও এল কে মণ্ডলের নাম ঠিক হয়েছে। তবে এই পুরষ্কারের নামের সিদ্ধান্ত আপাতত বিশ্বভারতী পর্যায়ে রয়েছে। এই সিদ্ধান্তের ওপর বিশ্বভারতীর আচার্যের শিলমোহর পড়ার পরই চূড়ান্ত তালিকা ঘোষনা করবে বিশ্বভারতী।
অন্যদিকে শেষবার ২০১৩ সালে বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানেই তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাত্রছাত্রীদের হাতে তাদের শংসাপত্র তুলে দেন। তারপর থেকে এই অনুষ্ঠান না হওয়ায় উপাচার্যের হাত থেকেই এখন শংসাপত্র গ্রহণ করতে হয় ছাত্রছাত্রীদের। বিশ্বভারতী সূত্রে জানা গেছে, এখনও অবধি প্রায় আড়াই থেকে তিন হাজার ছাত্রছাত্রীর শংসাপত্র বিশ্ববিদ্যালয়ের কাছে পড়ে রয়েছে। যেগুলি এই সমাবর্তনের আগে প্রস্তুত করা হবে। অনুষ্ঠানের দিন যেসব ছাত্রছাত্রীরা আসবেন তাদের প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেন সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “এবছর সমাবর্তন অনুষ্ঠান হবে। তার প্রস্তুতি নেওয়া চলছে। কবে হবে সেই দিনক্ষন ঠিক হয় নি। তবে মে মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাবর্তনে এবছর দেশিকোত্তম সাত জন, অবন-গগন পুরষ্কার এর জন্য তিন জন এবং রথীন্দ্র পুরষ্কারের জন্য চারজনের নামের তালিকা প্রাথমিক ভাবে প্রস্তুত করা হয়েছে। আচার্যের চূড়ান্ত সিদ্ধান্তের পর তালিকা ঘোষনা করা হবে।