গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : বক্সিংয়ে পুরুষদের ৫২ কিলোগ্রাম বিভাগে সোনা জিতলেন গৌরব সোলাঙ্কি। ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের ব্রেন্ডেন ইরভাইনকে হারিয়ে সোনা জিতলেন বছর ২২-এর এই ভারতীয় বক্সার। অন্যদিকে ৬০ কিলোগ্রাম বিভাগে ফাইনালে হেরে গিয়ে রুপো পেলেন মণীষ কৌশিক এবং ৪৬-৪৯ কিলোগ্রাম বিভাগে রুপো পেলেন অমিত পাঙ্গল।
তিন রাউন্ডের এই খেলায় প্রথম দুইটি রাউন্ড সহজ ভাবে জিতলেও। তিন নম্বর রাউন্ডে বেশ বেগ পেতে হয় গৌরব সোলাঙ্কিকে। কিন্তু প্রথম দুই রাউন্ড জিতে যাওয়ার ফলে ফাইনাল জিতে যান গৌরব সোলাঙ্কি। কিন্তু জুরিদের থেকে সমান স্কোর পাননি গৌরব সোলাঙ্কি। ২৯-২৮, ৩০-২৫, ২৯-২৮, ২৮-২৯, ২৯-২৮ স্কোর করেন তিনি। ফাইনালে নিজের জয়ের প্রসঙ্গে গৌরব সোলাঙ্কি জানিয়েছেন, এই জয় আমি আমার মাকে উৎসর্গ করছি। কিন্তু ২০২০-তে টোকিও অলিম্পকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। এবং সেখানে ভারতকে গর্বিত করতে চাই।