গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : রেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতলেন সঞ্জীব রাজপুত। বেলমন্ট শ্যুটিং সেন্টারে ফাইনালে ৪৫৪.৫ পয়েন্ট সংগ্রহ করে সোনা জেতেন বছর ৩৭-এর সঞ্জীব। ফাইনালে ওঠার আগে বাছাই পর্বে সব মিলিয়ে ১১৮০ পয়েন্ট অর্জন
করেছিলেন এই ভারতীয় শ্যুটার। বাছাই পর্বে প্রোনে ৩৯৯, দাঁড়িয়ে ৩৯০ এবং হাঁটু গেড়ে ৩৯১ পয়েন্ট স্কোর বোর্ডে তুলেছিলেন সঞ্জীব। ওই একই ইভেন্টের ফাইনালে হতাশ করেছেন আর এক ভারতীয় শ্যুটার চেন সিং। ফাইনালে পঞ্চম হয়ে ৪১৯.১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

এই ইভেন্টে ৪৪৮.৪ পয়েন্ট পেয়ে রুপো জিতেছেন কানাডার গরজেগোরজ সইচ। ৪৪১.২ পেয়ে ব্রোঞ্জ পদক পান ইংল্যান্ডের ডিন বেল। ফাইনালে প্রোনে তিনটে গুলি নিখুঁত ভাবে ছুড়ে তিনবার ১০০ পয়েন্ট তুলে নেন সঞ্জীব রাজপুত। প্রসঙ্গত, ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন সঞ্জীব এবং ২০০৬ সালে মেলবর্ন অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন তিনি। এবার সোনা জিতে সিদ্ধি লাভ করলেন সঞ্জীব রাজপুত।