দামাস্কাস ও ওয়াশিংটন, ১৪ এপ্রিল (হি.স.): জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামাস্কাস| সময়-স্থানীয় সময় অনুযায়ী শনিবার ভোররাত| ভোররাতে ধোঁয়ায় ঢেকে যায় দামাস্কাসের আকাশ| বিস্ফোরণের পরই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আশাদ টুইট করে জানান, ‘ভালো আত্মার অবমাননা করা যাবে না|’ গত সপ্তাহান্তে আসাদ প্রশাসনের রাসায়নিক হামলার বিরুদ্ধে কড়া জবাব দিতেই এদিন এয়ার স্ট্রাইক করল আমেরিকা, নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের| এয়ার স্ট্রাইক প্রসঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত, আমাদের কাছে প্রাণহানির কোনও খবর নেই|’
শনিবার ভোররাতে এয়ার স্ট্রাইকের পরই পূর্ব দামাস্কাসের আকাশ কমলা হয়ে যায়| হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সায়েন্টিফিক রিসার্চ সেন্টার| আসাদ ঘনিষ্ঠ এক আধিকারিক জানিয়েছেন, এই হামলায় প্রায় ৩০ টি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণ ঘটানো হয়েছে| কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে সরকার|
গত শনিবার সিরিয়ার রাজধানী দামাস্কাস সংলগ্ন পূর্ব গৌতা অঞ্চলে দৌমা শহরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ করে বিদ্রোহীগোষ্ঠী জইশ আল ইসলাম| হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়| ওই হামলার প্রেক্ষিতে দামাস্কাসে এয়ার স্ট্রাইক করল আমেরিকা| হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ফ্রান্স এবং ব্রিটেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে সিরিয়ার এখন যৌথ অপারেশন চলছে| আমরা উভয়কে ধন্যবাদ জানাচ্ছি| রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে সিরিয়ায় ভয়াবহ গণহত্যা ঘটানো হয়েছে|’ ট্রাম্প আরও জানিয়েছেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে রাসায়নিক অস্ত্র প্রয়োগে বাধা দিতে ব্যর্থ হয়েছে রাশিয়া| তাই এদিনের হামলা চালানো হয়েছে|’ এদিকে, সিরিয়ার এয়ার স্ট্রাইক প্রসঙ্গে আমেরিকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত অ্যানাটোলি এন্টোনোভ জানিয়েছেন, ‘সবচেয়ে খারাপ আশঙ্কাই সত্যি হল|’