মহিলাদের বক্সিংয়ে ভারতকে সোনা এনে দিলেন মেরি কম

গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : মহিলদের বক্সিংয়ের ৪৫-৪৮ কিলোগ্রাম বিভাগে উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’ হারাকে হারিয়ে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতলেন মেরি কম। কমনওয়েলথ গেমসে এই প্রথম কোনও পদক জিতলেন তিনি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৫-০ তার আইরিশ প্রতিপক্ষকে পর্যদুস্থ করে ভারতকে চলতি কমনওয়েলথ গেমসে ১৮তম পদক এনে দেন। প্রথম রাউন্ডে মেরি কমকে একটু নড়বরে লাগলেও পরবর্তী রাউন্ডগুলিতে তার ক্ষিপ্রতা, দক্ষতা এবং রিংয়ের ভেতরে তার স্বাভাবিক নড়াচড়ার জন্যই বছর ২২-এর ক্রিস্টিনা ও’ হারা দাগ কাটতে পারেনি। ফাইনালে ম্যাচের রাশ নিজের হাতেই নিয়ে নেন মেরি কম। ক্রিস্টিনা ও’হারের শক্তিশালী পাঞ্চ (ঘুষি) মেরি কমের দৃঢ় রক্ষণকে ভাঙতে পারেনি। অন্যদিকে কাউন্টার অ্যাটাক চালিয়ে যান মেরি কম। ভারতীয় বক্সার থেকে বেশি উচ্চতা হওয়ার ফায়দা তুলতে পারেনি ক্রিস্টিনা ও’ হারা। ফলে দুই বক্সাঢ় যখন একে অন্যের খুব কাছাকাছি বক্সিং চলাকালীন চলে এসেছে তখন মেরি কমের ঘাতক হুক পাঞ্চের কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন ক্রিস্টিনা ও’ হারা।
বক্সিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ, এশিয়া গেমসে সোনা জিতলেনও কমনওয়েলথ গেমসে কোনও দিন কোনও পদক জেতেননি তিনি। তাই এই সোনার পদকটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ৩৫ বছর বয়সে পৌঁছিয়ে তিন সন্তানের মা মেরি কমের কাছে মোটেও এই মাইল ফলক স্পর্শ করাটা সহজ ছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছেন তিনি। চলতি মরসুমে কমনওয়েলথ গেমসে আসার আগে ইণ্ডিয়ান ওপেন বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি অসাধারণ খেলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *