নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ রাজ্যে এবার নতুন আমেজে উদযাপিত হতে চলেছে বাংলা নববর্ষ৷ দীর্ঘ কয়েক বছর পর সরকার পরিবর্তনের সাথে সাথে নববর্ষের উৎযাপনেরও স্পষ্ট প্রভাব পরার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে৷ বাজারেও এর প্রভাব পড়েছে৷ রাজ্যের বাজারে এসে গেছে পদ্মার ইলিশ৷ নববর্ষের আগে দুদিনের টানা উৎসব শুক্রবার থেকে শুরু হয়ে গেছে৷ শনিবার সংক্রান্তি অর্থাৎ বাঙ্গালীদের মহাবিশু৷ শুক্রবার ধর্মীয় রীতি নীতি অনুযায়ি চলছে হারবিশু৷ এই দুদিন ধর্মপ্রাণ হিন্দু বাঙালিরা নিরামিষ ভোজনই করেন৷ গৃহ দেবতার সামনে ভোগ ও সাজানো হয়৷ আর রবিবার পয়লা বৈশাখ৷
এই টানা উৎসবে নতুন আমেজ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে৷ রাজ্যে সরকার পরিবর্তনে স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হচ্ছে৷ বাজারে পূর্বেরপপ তুলনায় ভিড় বেড়েছে৷ ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের মধ্যেই উচ্ছ্বাস রয়েছে৷ এরই মধ্যে শুক্রবার ত্রিপুরার বাজারে এসে গেছে পদ্মার ইলিশ৷ টানা দুদিন ধর্মপ্রাণ হিন্দুদের বাড়ি ঘরে নিরামিষের প্রচলনই বেশি৷ তবে ফুরিয়ে যাবার আশঙ্কায় অনেকেই পদ্মার ইলিশ আগাম কিনে নিয়ে যাচ্ছেন৷ পদ্মার ইলিশ ত্রিপুরার বাজারে এখন আর আগের মত খুব একটা আসেনা৷ পাওয়া গেলেও দাম চড়া হওয়ায় খোকা ইলিশ দিয়েই অধিকাংশকেই সন্তুষ্ট থাকতে হয়৷
তবে এবার প্রচুর মাত্রায় পদ্মার ইলিশ রাজ্যের বাজারে এসেছে৷ কিন্তু দাম আকাশ ছোঁয়া৷ যদিও দামের সঙ্গে পাল্লা দিয়ে ক্রেতাদের ভিড়ও বাড়ছে৷ ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের পদ্মার ইলিশের দাম ২ হাজার থেকে ২২০০ টাকা কিলো৷ এর ছোট হলে ১৮০০ টাকা দরে পাওয়া যাচ্ছে৷ তবে ১৫০০ টাকার নিচে কোন পদ্মার ইলিশ নেই৷ ইলিশেরও আবার রকম ফের আছে৷ হিমঘরে ১ বছরের বেশি সময় রাখা ইলিশের দাম কিছুটা কম৷ তবে সরাসরি বাংলাদেশ হয়ে আমদানি রপ্তানি বানিজ্যের বিধি মেনে আসা দু-চারদিন আগের ইলিশ ২২০০ টাকার নিয়ে পাওয়া যাচ্ছে না৷ কিন্তু নববর্ষে বাঙ্গালীর পাতে ইলিশের রেওয়াজ আছে৷ আর এর ফলে অনেকের পক্ষে কষ্টসাধ্য হলেও ইলিশের জন্য বাজারে চাহিদাও অনেক বেড়েছে৷ যাদের সহায় সাধ্য কুলচ্ছেন তারা খোকা ইলিশ দিয়েই আশ মেটানোর চেষ্টা করছেন৷
2018-04-14