লখনউ ও নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী| আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ তিন সহযোগীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভীকে খুন করে, দেশে অস্থিরতা সৃষ্টি করা| মূলত দেশে নির্বাচনের প্রাক্কালে বড়সড় সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ সৃষ্টি করাই ছিল এদের লক্ষ্য| দাউদ ঘনিষ্ঠ তিন সহযোগী গ্রেফতার হওয়ার পরই নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী| চিঠিতে রিজভী জানিয়েছেন, চরমপন্থীদের হামলার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি| তাই যথোপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন|
দীর্ঘদিন ধরে নজর রাখার পর উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে দাউদ ঘনিষ্ঠ তিন সহযোগীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| ধৃতদের নাম হল, আরিফ, আবরার ও সেলিম| দিল্লি পুলিশ সূত্রের খবর, বিগত প্রায় পাঁচ মাস ধরে আরিফ, আবরার ও সেলিমের কাজকর্ম ও গতিবিধির ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা| সবুজ সঙ্কেত পাওয়ার পর উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে তিনজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| তবে, বড়সড় এই গ্রেফতারি প্রসঙ্গে বিশদে কিছু জানাননি দিল্লি পুলিশের কর্তারা| শুক্রবার পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে তিনজনকে| জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে দিল্লি পুলিশ|
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডি কোম্পানি থেকে খুনের হুমকি পেয়েছিলেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী| মাদ্রাসা সম্পর্কে তাঁর বিবৃতি প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছিল| হুমকি ফোনের জেরে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন রিজভী, এমনকি রেকর্ড করা ফোন কল তিনি পুলিশের কাছেও জমা দেন|