নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কড়া নির্দেশে, সরকার বদলের পর রাজ্যের আইন শৃঙ্খলার বিশেষ পরিবর্তন হচ্ছে৷ কিন্তু এখনও সক্রিয় রয়েছে অসামাজিক কিছু শক্তি৷ ত্রিপুরা – মিজরাম আন্তর্জাতিক সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা ভাঙমুন থেকে এক সুকল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে মিজোরামের জঙ্গলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার রাতে সংঘঠিত এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন সংঘঠন মাঠে নেমেছে৷ ভাঙমুন থানা থেকে প্রাপ্ত খবর জানা গেছে, সুকল ছাত্রীকে মিজোরামের জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে ভাঙমুন থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা৷ অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে ছাত্রীটি রহস্যজনক ভাবে নিখোঁজ ছিল৷ এলাকায় ছাত্রীর খোঁজে স্থানীয় যুবকরা দৌড়ঝাঁপ শুরু করে৷ তার পর রাতে এলাকার কিরণ চাকমা ও অমিত চাকমা নামের দুই যুবক মিজোরামের জঙ্গল থেকে সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে৷ অভিযোগ, কুসুম চাকমা নামের এক যুবক এই ঘটনা সংগঠিত করেছে৷ যুবকটি বর্তমানে পলাতক৷ এই বিষয়ে ভাঙমুন থানার পুলিশ ২/১৮ মামলায় ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৩৬৩, ৩৭৬, পকসো অ্যাক্টের ৪ ধারায় মামলা রুজু করেছে৷
2018-04-12