ম্যাঞ্চেস্টার, ১১ এপ্রিল (হি.স.) : চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে উঠল লিভারপুল৷ বুধবার ম্যান সিটির এই হারের দারুন ট্রফি জয়ের লড়াই থেকে পিছিয়ে পড়ল৷ এদিন ভাল শুরু করেও সেমিফাইনালে উঠতে পারল না পেপ গুয়ার্দিওলার ছেলেরা৷ কোয়র্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ হারিয়েছিল ক্লপের শিষ্যরা৷ বুধবার ফিরতি লেগে ঘরের মাঠে ম্যান সিটিকে ২-১ হারাল লিভারপুল৷
ফিরতি লেগের ম্যাচে শুরুটা বেশ ভালই করছিল ম্যান সিটি৷ ম্যাচ শুরু হওয়ার দু’মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জাসুসের গোলে এগিয়ে যায় ম্যান সিটি৷ মাঝমাঠ থেকে ফের্নানদোর বাড়িয়ে দেওয়া বল বিপক্ষের জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড৷ ম্যাচে ১-০ এগিয়ে তেকেই খেলার প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি৷ দ্বিতীয়ার্ধের বেশ কিছুক্ষণও গোল করতে পারেনি লিভারপুল৷
ম্যাচের ৫৬ মিনিটে ক্লপের দলের হয়ে কাঙ্ক্ষিত গোল করেন মহম্মদ সালাহ৷ লিভারপুলকে ম্যাচে ফেরান মিশরের তারকা ফুটবলার৷ এরপর ৭৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ফিরমিনো৷ আর সমতা ফেরাতে পারেনি সিটি৷ ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জেতে লিভারপুল৷