গোল্ড কোস্ট, ১১ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে শ্যুটিংয়ে পুরুষদের ৫০ মিটার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের ওম প্রকাশ মিথারওয়াল। বুধবার ফাইনালে সব মিলিয়ে ২০১.১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। ২২৭.২ পয়েন্ট পেয়ে কমনওয়েলথ গেমসে রেকর্ড করে সোনা জেতেন অস্ট্রেলিয়ার ডেনিয়্যাল রেপাচোলি। অন্যদিকে ২২০.৫ পয়েন্ট নিয়ে রূপো জেতেন বাংলাদেশের শাকিল আহমেদ। ওই একই বিভাগে হতাশ করেছেন জিতু রাই। এই বিভাগে ফেভারিট হিসেবে নেমে ছিলেন তিনি। কিন্তু পদক ধারে কাছে না গিয়ে ফাইনালে ১০৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান অর্জন করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
ফাইনালের প্রথম রাউন্ডের স্টেজ-২তে ১১১.৩ পয়েণ্ট পেয়ে ভাল শুরু করেছিলেন ওম মিথারওয়াল। কিন্তু অস্ট্রেলিয়ার ডেনিয়্যাল ১০ এবং ১০.১ স্কোর করে দ্বিতীয় রাউন্ডে ব্যবধান বাড়িয়ে নেন। তারপর যা হল বাকিটা ইতিহাস। ডেনিয়্যাল ছোড়া প্রতিটা গুলি লক্ষ্যভেদ করে। ফলে অন্যান্য শ্যুটারদের ধরা ছোয়ার বাইরে চলে যান ডেনিয়্যাল। শেষ পর্যন্ত সোনা জিতে নতুন রেকর্ড তৈরি করে ক্ষান্ত হন তিনি।
প্রসঙ্গ, এর আগে ওম প্রকাশ মিথারওয়াল ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। ফলে রাজস্থানের বাসিন্দা ওমের ঝুলিতে এখন দুইটি ব্রোঞ্জ পদক রয়েছে। এদিনের ওমের জয় ভারতকে ৭ নম্বর ব্রোঞ্জ পদক এনে দিল। একই সঙ্গে সব মিলিয়ে ভারতের মেডেল সংখ্যা গিয়ে দাঁড়াল ২২।