নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : ভারতীয় জওয়ানদের জন্য বানানো হচ্ছে ১.৮৬ লাখ বুলেটপ্রুফ জ্যাকেটফে । ভারতীয় সেনার সুরক্ষার জন্যই এই উল্লেখযোগ্য পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার৷ ৷
সোমবার এনিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ সেই সঙ্গে নিউ অ্যাসল্ট রাইফেল, ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কার্বাইন ও লাইট মেশিন গানও পেতে চলেছে ভারতীয় সেনা৷ সেনার তরফে জানানো হয়েছে, এসএমপিপি প্রাইভেট লিমিটেডের সঙ্গে এনিয়ে একটি চুক্তিও ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়ে গিয়েছে৷ ১ লাখ ৮৬ হাজার ১৩৮টি বুলেটপ্রুফ জ্যাকেট বানানো হবে৷ এই বুলেটপ্রুফ জ্যাকেট বানাতে খরচ হবে প্রায় ৬৩৯ কোটি টাকা । এই জ্যাকেটগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে৷ জওয়ানদের সুরক্ষার জন্য এই বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার ৷ লং ডিসট্যান্স প্যাট্রোলিং, হাই রিস্ক রুমের সময়ও যাতে পরিস্থিতি সামলাতে পারেন জওয়ানরা, সেকথা খেয়াল রাখা হয়েছে৷ কমব্যাটে ৩৬০ ডিগ্রি প্রোটেকশন দেবে এই জ্যাকেট৷ সাম্প্রতিকতম স্টিল ক্রোর বুলেট থেকেও মিলবে সুরক্ষা৷ আগামী কয়েক মাসের মধ্যে জ্যাকেটগুলি দেওয়া শুরু হবে৷ ৩ বছরের মধ্যে কাজ শেষ করা হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ নতুন এই জ্যাকেটে থাকছে বোরন কার্বাইট সেরামিক৷ ব্যালেস্টিক প্রোটেকশনের জন্য জ্যাকটে এই উপাদানটি থাকছে৷