নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : উপত্যকায় ফের নতুন করে হিংসা ছড়িয়ে পড়ছে তাই সেখানের সীমান্ত এলাকাগুলিতে তিনি পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জানা গেছে চলতি বছরের মে মাসেই ভূস্বর্গ সফরে যাচ্ছেন রাজনাথ সিং|
গত সোমবারই জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে উপত্যকার খারাপ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপরই জম্মু–কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং |এখনও তারিখ ঠিক না হলেও এই মাসেই সম্ভবত তিনি যাচ্ছেন বলে খবর। দু’বছরে এই নিয়ে তৃতীয়বার কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির প্রধানমন্ত্রীর কাছে গিয়ে উপত্যকার খারাপ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। এই সফরে জম্মু–কাশ্মীরের সীমান্ত এলাকায় কেন্দ্রীয় সরকার যুদ্ধ বাঙ্কার এবং আশ্রয়স্থলের পরিকাঠামো নির্মানের জন্য যে ব্যয় করেছিল তা খতিয়ে দেখবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্প পরিদর্শনের কথা জানানো হয়েছে।
২০১৬ সালের ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি খতম হওয়ার পর থেকে উপত্যকায় হিংসা বেড়ে গিয়েছে। যার সাম্প্রতিক ঘটনা হল দক্ষিণ কাশ্মীরে গত ১ এপ্রিল নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়েছিল ১৩ জন সন্ত্রাসবাদী। মার্চ মাসেই উপত্যকায় যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ায় তা বাতিল করতে হয়েছিল। এবার আর তা হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। তাই সেখানের সীমান্ত এলাকাগুলিতে তিনি পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।