আর্থিক প্রগতি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ রাজ্যগুলির উন্নতিতে এবং ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে৷ আমি নিশ্চিত ত্রিপুরা বিশেষ করে উত্তর পূর্বের উন্নতিতে নিতি ফোরাম অতিরিক্ত ব্যবস্থা এবং নীতি নির্দেশিকা দেবে৷ আজ রাজ্য অতিতিশালা সোনারতরীতে আয়োজিত উত্তর পূর্বের জন্য নিতি ফোরামের প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ তিনি বলেন, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য বিদ্যুৎ পরিষেবা, বাসস্থান, শৌচালয় এবং মৌলিক চাহিদাগুলি পূরণের লক্ষ্য নিয়ে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে৷ রাজ্যের আর্থিক প্রগতি এবং

মঙ্গলবার গন্ডছড়ায় মানুষের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ নিজস্ব ছবি৷

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ভাষণে বলেন, ২০১৫ সালে নিতি আয়োগ গঠন করা হয়েছে৷ নিতি আয়োগ হলো কেন্দ্রীয় সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ নীতিগুলির ‘থিঙ্ক ট্যাঙ্ক’৷ প্রধানমন্ত্রী হলেন এই সংস্থার চেয়ারম্যান৷ মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নে আমরা কেন্দ্রীয় সরকারের সাহায্য চাই৷ ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতে উত্তরপূর্বাঞ্চলকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ অ্যাক্ট ইস্ট পলিসি ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আসিয়ান অঞ্চলের মধ্যে যোগাযোগের সেতু হিসাবে কাজ করছে৷
তিনি আরও বলেন, উত্তর পূর্বকে ট্রান্স এশিয়ান রেলওয়ে, দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে রেল সংযোগ স্থাপনের মাধ্যমে যুক্ত করে থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে চুক্তির মধ্য দিয়ে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠবে৷ এটা ব্যবসা, বাণিজ্য, পর্যটনে উৎসাহ দেবে৷ ব্যবসা বাণিজ্য, সংসৃকতি, আঞ্চলিক সংহতি ও সাফল্যের জন্য ত্রিপুরা সরকার জওহরনগর থেকে মিজোরামের ডারলায়ন হয়ে মায়ানমারের কালায় পর্যন্ত ২৫৭ কিলোমিটার রেলপথ স্থাপনের প্রস্তাব দিয়েছে৷
এদিকে, এদিন ফোরামের বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ সহ অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন৷ সেইসাথে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বি,য়গুলিও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *