সংবাদপত্র বনাম টিভি চ্যানেল

সায়ন্তক চৌধুরী
ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে কি প্রিন্ট মিডিয়া হুমকির মুখে? ইদানিং এমন একটা কথা শোনা যাচ্ছে৷ এমন শংকার বিষয়টি কিন্তু পাখির ঠোঁটের মত ছোট রাজ্য ত্রিপুরার ক্ষেত্রে নয়৷ সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে এ ইলেকট্রনিক্স মিডিয়া তথা টিভি চ্যালেন৷ টিভির দৌলতে মুহূর্তে যে কোনও খবর পৌঁছে যাচ্ছে আমাদের ড্রয়িং রুমে৷ এক সময়ে কিন্তু দেশ বিদেশের সংবাদ জানার জন্য একমাত্র মাধ্যম ছিল সংবাদপত্র৷ তখন সংবাদ ছাপার ক্ষেত্রে বর্তমান যুগের মত আধুনিক প্রযুক্তি ছিল না৷ বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা সংবাদ পাঠাতো টেলিফোনের মাধ্যমে৷ থীসর টাইপে ট্রেডন মেশিনে ছাপা হত সংবাদ পত্র৷ সেই সময় তাই ছিল আধুনিক প্রযুক্তি৷ প্রতিদিন ভোরে সংবাদ প্রেমীরা চায়ের টেবিলে বসে সংবাদ পড়তো৷ তাদের চোখের সামনে ভেশে উঠে দেশ বিদেশের নানা ধরনের খবর৷
তাইতো সংবাদ পত্র হল সমাজের দর্পণ৷ আর এ দর্পণে ভেসে উঠে সমাজের অবক্ষয় থেকে শুরু করে ভাল মন্দ যাবতীয় খবর৷ আর যারা খবর সংগ্রহ করে তারা হলো সংবাদ পত্রের নির্ভিক সৌনিক৷ সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রকাশনা শিল্পেও বৈপ্লবিক পরিবর্তন এলো৷ সংবাদপত্র প্রকাশনার এলো অত্যাধুনিক প্রযুক্তি৷ সংবাদপত্রের পাশাপাশি এলো টিভি চ্যানেল৷ বলা যেতে পারে সংবপাদ প্রকাশের ক্ষেত্রে টিভি চ্যানেলের গুরত্ব অপরিসীম৷ টিভি সাংবাদিকরা অবলীলায় তাদের ক্যামেরায় তুলে ধরেন নানা ধরনের অসমাজিক কর্মকান্ড সহ সমাজের নান অসঙ্গতি৷ টিভির মাধ্যমে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে দেশ বিদেশে৷ খবর শুনে এবং দেখে শুরু হয়ে যায় তোলপাড়৷ টিভি চ্যানেলের বেশিষ্ট্য হল এখনো নিমিষে নানা ধরনের খবর সম্প্রচার করা হয়৷ মানুষ ঘরে কিংবা অফিস আদালতে বসে খবর শুনতে পায়৷
সংবাদ পত্রের ভূমিকাও তেমনই৷ তবে তা নিমিষে আসে না৷ আসে ঘনডটা ঘটে যাবার পরদিন৷ প্রিন্ট মিডিয়ার সংবাদিকদেরও চুটে যেতে হয় ঘটনাস্থলে৷ সংগ্রহ করতে হয় বিভিন্ন তথ্য৷ ক্যামেরাবন্দি করতে হয় নানা ঘটনা৷ তারপরদিন সেই ঘটনা বিভিন্ন তথ্য দিয়ে সংবাদপত্রে ছাপানো হয়৷ চায়ের টেবিলে সেই সংবাদপত্র খুলে চায়ে চুমুক দিতে দিতে পাঠকরা পড়তেন এবং এখনো পড়েন৷ টিভি চ্যানেলের সাথে সংবাদপত্রের পার্থক্য এখানেই৷ টিভি চ্যানেল তাৎক্ষনিক ভাবে সংবাদ পরিবেশন করে ফের তাৎক্ষনিকভাবে তা আবার হারিয়ে যায়৷ সংবাদপত্রে সংবাদ কিন্তু দলিল হয়ে থাকে৷ সংবাদ প্রেমীরা তা প্রয়োজনে সংরক্ষণও করতে পারে৷ তাইতো সংবাদপত্র হারিয়ে যাবার নয়৷ বরং টিভি চ্যানেলের সাথে পাল্লা দিয়ে খবর সংগ্রহে নিত্য নতুন আইডিয়া নিয়ে পাঠকদের দরবারে হাজির হয়৷ তাইতো হাতের কাছে সংবাদপত্র হল, পাঠকের কাছে ভোরের উজ্জীবন শক্তি৷ তবে টিভিতে রয়েছে সংবাদ ছাড়াও নানা ধরনের বিনোদমূলক অনুষ্ঠান৷ সংবাদপত্রে তা থাকলেও সেই গুলি মুভিং নয়৷ স্থির চিত্র৷ সংবাদপত্রের সাথে টিভির পার্থক্য এখানে৷ তা না হলে, বিভিন্ন খবরের বেলায় সংবাদপত্র দলিল হিসেবে চিহ্ণিত৷ টিভিতে তা পাওয়া যাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *