প্রশাসনিক ব্যর্থতার জন্যই কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত : ফারুক আব্দুল্লা

পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), ৮ এপ্রিল (হি.স.): উপতক্যায় জঙ্গিদের বাড়বাড়ন্তর জন্য সরাসরি প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা। এই প্রসঙ্গে তিনি বলেন, কাশ্মীরিরা ভারতের ক্রীতদাস নন। তাদের সম্মান এবং আত্মমর্যাদাবোধকে শ্রদ্ধা করা উচিত।

রাজ্য এবং কেন্দ্রের প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ছোট ছোট বাচ্চারাও আজকে হাতে বন্দুক তুলে নিচ্ছে। জঙ্গিরা ওখান (পাকিস্তান) থেকে আসছে। কিন্তু তাদের কে যদি মদত না দিই তবে তারা সফল হবে না। কিন্তু এটা আমাদের ব্যর্থতা যে উপতক্যায় জঙ্গিরা সফল হয়ে চলেছে।

কাশ্মীরের বেহাল পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রের উচিত রাজনৈতিক উপায় গ্রহণ করা বলে তিনি মনে করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, নোটবন্দি হওয়ার ফলে পাথর ছোড়া বন্ধ হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছিল তা ভুল প্রমাণিত হয়েছে। যুবকরা এখন নিজেদের হাতে বন্দুক তুলে নিয়েছে। তাই পরিস্থিতি আরও বেহাল হতে দেওয়া উচিত নয়। জনগণের কাছে পৌঁছনোর জন্য আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।

প্রসঙ্গত, জঙ্গিদের উস্কানিতে রাজ্যের সাধারণ মানুষও ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিচ্ছে। তার জেরে কাশ্মীরের পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রায় প্রতিদিন কোনও না কোনও কারণে সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে কাশ্মীর। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন ফারুক আব্দুল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *